দরিদ্র পরিবারের মো: ছায়িম ইসলাম অর্থাভাবে কলেজে ভর্তি হতে অসামর্থ্য
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন রামকৃষ্ণপুর বালাপাড়া এলাকার দরিদ্র পরিবারের মো: ছায়িম ইসলাম অর্থাভাবে কলেজে ভর্তি হতে অসামর্থ্য হওয়ায়, নিজ আবেদনের প্রেক্ষিতে Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে পার্বতীপুর খোলাহাটি কলেজে উচ্চমাধ্যমিক ১ম বর্ষে (বিজ্ঞান বিভাগ) ভর্তি করে দেয়া হয়েছে।
সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় টিপিবি সদস্য স্নেহের Rakibul Hasan Rakib
ছায়িমের লেখাপড়া চালিয়ে নিতে টিপিবি আগামীতেও পাশে থাকবে ইনশাআল্লাহ।
Leave Comment