Team Positive Bangladesh

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: সুমন মিয়ার সন্তানকে বাঁচানোর আকুতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: সুমন মিয়ার সন্তানকে বাঁচানোর আকুতি।
সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজের, ২য় শ্রেণির শিক্ষার্থী সোলেমান আহম্মেদ ফারহান। দুই কানে ইনফেকশন থেকে রক্ত ও পুঁজ বের হয়ে পর্দা ছিঁড়ে গেছে। পুরো মাথায় ইনফেকশন ছড়িয়ে গেছে, যার দরুণ বন ম্যারু ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হবার পরও এখন কানের ও মস্তিষ্কের ইনফেকশন জনিত জটিল অপারেশনে প্রয়োজন ৫০ লাখ টাকা, যা অসহায় পিতার সামর্থ্যের বাইরে।
Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে ভালোবাসার উপহার হিসেবে ৫০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
নিরুপায় পিতা সমাজের বিত্তবান সুহৃদগণের নিকট মানবিক সহায়তা প্রত্যাশা করেছেন।
বিকাশ ও নগদ পার্সোনাল: 01716-308909
একাউন্ট:
মোঃ সুমন মিয়া
অগ্রনী ব্যাংক,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
Swift Code
AGBKBDDH001
AC NO: 0200002479668
ডাচ্ বাংলা ব্যাংক লিঃ
SUMON MIA
Branch: Dholaikhal
Swift Code
DBBLBDDH
AC NO: 305-158-0016432


Comments

Leave Comment