টিপিবি'র পক্ষ থেকে 'ভালোবাসার উপহার' হিসেবে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান
করোনা আক্রান্ত হয়ে ফুসফুস, কিডনী, ও লিভার ইনফেকশনে কেরানিগঞ্জ ঝাউবাড়ি জামে মসজিদের সাবেক ইমাম, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আব্দুল্লাহ ইব্রাহিম ভাই দীর্ঘদিন যাবত অসুস্থ এবং ঋণগ্রস্ত অবস্থায় দুই সন্তানের মাদ্রাসায় লেখাপড়া বন্ধ হয়ে গেলে, তিনি Team Positive Bangladesh (TPB) এর শরণাপন্ন হন।
এমতাবস্থায়, যমুনা ফিউচার পার্কের পোশাক ব্রান্ড Arabian Borka Collection ও মুসা লাইফস্টাইলের স্বত্বাধিকারী ও টিপিবি সদস্য, মো: রনি ভাই টিপিবি'র পক্ষ থেকে 'ভালোবাসার উপহার' হিসেবে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করছেন।
কোন সুহৃদ ইমাম সাহেবকে সহায়তা করতে চাইলে...
যোগাযোগ- 01732-766102 (bkash & Nagad, Personal)
Leave Comment