Team Positive Bangladesh

দক্ষিণখান থানা শাখার একঝাঁক মানবিক সদস্য; অধিকাংশই কিশোর, নিজেরা পকেট খরচ বাঁচিয়ে, এলাকার অগ্রজ, আত্মীয়-পরিবার থেকে সংগ্রহ করে দুই শতাধিক কম্বল ও অন্যান্য শীতবস্ত্র সংগ্রহ করেছে

Team Positive Bangladesh (TPB), দক্ষিণখান থানা শাখার একঝাঁক মানবিক সদস্য; অধিকাংশই কিশোর, নিজেরা পকেট খরচ বাঁচিয়ে, এলাকার অগ্রজ, আত্মীয়-পরিবার থেকে সংগ্রহ করে দুই শতাধিক কম্বল ও অন্যান্য শীতবস্ত্র সংগ্রহ করেছে, আরো সংগ্রহ চলছে, অসহায় শীতার্ত মানুষের জন্য।
শীঘ্রই তা বিতরণ করা হবে। এভাবেই মহৎপ্রাণ স্বেচ্ছাসেবীদের আন্তরিক প্রচেষ্টায় গড় উঠবে মানবিক বাংলাদেশ♥


Comments

Leave Comment