লতা, আমাদের অসহায় বোনটা ঢাকার কামরাঙ্গিচর নবীনগর এলাকায় স্বামী আর ছোট বাচ্চাকে নিয়ে এক কক্ষের ভাড়া বাসায় থাকেন, রিক্সাচালক স্বামী যা রোজগার করেন, অনেকটা বিপথে ব্যয় করেন, স্ত্রী সন্তানের ঠিকমতো খোঁজখবর রাখেন না বলে অভিযোগ বোনটির। এমতাবস্থায় লতা Team Positive Bangladesh (TPB) গ্রুপে জানান, তিনি সেলাইয়ের কাজ জানেন, এক সেট মেশিন পেলে তিনি নিজে কাজ করে সে উপার্জনে নিজের ও বাচ্চার ভরণপোষণ করতে পারবেন।আজ Team Positive Bangladesh - TPB এর কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের বোনকে 'দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসা উপহার' হিসেবে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন দুবাই প্রবাসী টিপিবি'র অন্যতম মানবিক সদস্য স্নেহের Majharul Ishlam Jewel ♥টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি); দেশ, মাটি ও মানুষের যেকোনো নৈতিক প্রয়োজনে সবসময়।