টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুরিয়া গ্রামের অসহায় সালমা আক্তার। জন্মগতভাবে আপার পায়ে সমস্যা, হাঁটতে বেশ কষ্ট হয়, কায়িকশ্রমের কাজ করতে পারেন না। কয়েকবছর আগে স্বামী মারা গেলে, উপার্জনের আর কোন মাধ্যম না থাকায় ছোট একটা ছেলেকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। আজ সালমা আক্তারের ইচ্ছানুযায়ী Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে 'দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার' তার জীবিকার জন্য একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। নেত্রীর ভালোবাসার উপহার পৌঁছে দিয়েছে- বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ও Team Positive Bangladesh - TPB, টাঙ্গাইল জেলা শাখার অন্যতম মানবিক সদস্য স্নেহের উজ্জ্বল আহমেদ। টিম পজিটিভ বাংলাদেশ; দেশ, মাটি ও মানুষের যেকোনো নৈতিক প্রয়োজনে সবসময় ♥