আলহামদুলিল্লাহ, Team Positive Bangladesh (TPB), চট্টগ্রাম শাখার উদ্যোগে 'হাবিবিয়া মুনিরিয়া হাফেজিয়া মাদ্রাসা'য় কোমলপ্রাণ শিশুদের মাঝে 'দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার' হিসেবে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সার্বিক তত্বাবধানে ছিলো, টিম পজেটিভ বাংলাদেশ (চট্টগ্রাম শাখা)'র অন্যতম সদস্য, বন্ধু Robi Hassan, স্নেহের Murad Ahmed Shawon, ইয়াছিন আরাফাত ও আবদুল কাদের রুবেল। মহতী এই উদ্যোগের জন্য Team Positive Bangladesh - TPB, চট্টগ্রাম শাখাকে আন্তরিক ধন্যবাদ ♥